❑ সাম্য রাইয়ান
পাখি কথা বলে, গান গায়, প্রেম করে। মানুষ তাকে প্রতি মুহূর্তে শব্দভ্রষ্ট করে।
অনেক দিনের নাগার শ্রমে আমি এই নির্লজ্জ পাটাতনে দাঁড়িয়ে আছি। থু-থু দিই। ট্রাকড্রাইভার আর হেলপার এই মাতোয়াল রাতকে রূপান্তর করেছে তরলে। দুনিয়ার যতো আবর্তন, ঘটতেছে স-ব আমার মর্জিমতো। মাইণ্ড ইট। মরুভূমির মতো বাতাশ আমি চিত্রায়িত করেছি; এটা সংগীতে রূপান্তর করতে চতুর্থবার আমাকে জন্ম নিতে হবে। আমি নিজেই একটা গোলাপী রঙের আলো। গ্রামের পথে হাঁটতে হাঁটতে হৃদয়ের কুঠরীগুলো পূর্ণ করেছি অচেতনে।