❑ সাম্য রাইয়ান
পানিভরা পিস্তল থেকে বেরিয়ে এলে মাটির বুলেট, হাওয়ার সাথে সদালাপ করে আমি বেলুন হতে চাইলাম। এমন বেলুন তো কোথাও নেই, দুঃখ ভরে উড়িয়ে দেয়া যায়। গতজীবনেও ছিল একই বিভ্রম; উড়ন্ত কাকেরা ছিল পাখিদের চেয়ে উজ্জ্বল। বনসাই বনজুড়ে শুধু পূর্ণদৈর্ঘ্য হাহাকার ছিলো দেয়াল-ভাঙা চুড়মার।
অশ্বথ দুঃখ প্রকাশে হাঁটু ভেঙে ‘দ’ ব’নে যায়; সেই কবে থেকে— তুচ্ছ কৌতুহলে মানুষ মরে গেল, তবু বৃক্ষের যৌনতা নিয়ে পাখিদের কোনও আগ্রহ নেই।