❑ সাম্য রাইয়ান
পাশ ফিরে ঘুমুচ্ছিলাম। হাওয়াকল জাগাচ্ছিলাম। জামরুল বন থেকে আবছা তাথৈ একা, গান শেষে ফিরে এলো।
তুমুল পাগল হাসছে। নদী-সব জাগছে পুরোনো প্রতিবাদে, শরীর ছাড়িয়ে। গভীর বিস্মৃতি পেরিয়ে বিপুল পতঙ্গডানা, এসো। অপরাধ ভেবে পাখির বল্কল, দূরে যেতে যেতে জমছে আবছা নীল। নির্বিকার যন্ত্রণা ছেড়ে এসো মুক্তকেশী সত্য বাহানা। মাথায় ফিতে বাধা শিখতে শিখতে ঘনহলুদের বুকে বিঁধে যাওয়া উভয় বেদনা এক ফুল থেকে ভীষণ রাইপথ বেয়ে উঠে যাবে যাতনা-সজাগ হরিণীর ছায়ায়। কোমলমতি কদমফুলের দিকে, তুমি মূঢ় তুমি জলবৎ তরলং।