ম্যাজিকবক্স থেকে

❑ সাম্য রাইয়ান

সুগঠিত লোহাবাগান থেকে তুলে আনা
চারাগাছের মতো, চড়ুই পাখিটি ভুলতঃ
বুনেছিলো রুমালভর্তি নির্মম কোলাহল।

বিষণ্ণ সঙ্গীতের পাশে রেলের পাটাতনে
শ্রান্ত কবিতার মতো নিস্তরঙ্গ ঢেউটিন থেকে
সুরগুলো নেমে আসে মৃদুমন্দ কম্পনে।

সারি সারি, সারিবদ্ধ বেদনার ফলে নিকষ
অন্ধকারে আজ রাতে মৃত্যুরা আসতে
পারে তীব্র নিকটে।

দিনগুলো সব জানি না কেমন যেন!
অপ্রকাশ্য মুখে যারা প্রচার করে নিষ্ফলা কথাবাগান
সেইসব মানুষের মৃত্যুও আমার কাছে প্রত্যাশিত নয়।

প্রিয়বন্ধু নদীফল ছড়িয়ে আছে বিস্মৃত পৃথিবীর বিপুল শূন্যতায়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *