❑ সাম্য রাইয়ান
এমন অদ্ভূত ছায়া তোমার, এই সময়ে। এখনও জানি না দৈনিক কতোটা মৃত্যু গজালো, কতোটা জন্ম। গোলাকার পাথর থেকে আদিজন্মের বিপরীতে ফুলেল ধারনা প্রকাশ করো।
ফুলেরা পূর্ণ হবার আগেই চুপচাপ ঝরে যায়। কোথাও ভরাট হচ্ছে না আর। তবু সবুজ মন থেকে কিছু হাওয়া লেগে যাচ্ছে শরীরে। বিস্তীর্ণ সূর্যক্ষেত্র শুধু ফোঁটা ফোঁটা দম টেনে পৃথিবী বাঁচাচ্ছে।
কাছে থেকেও যারা দূরে থাকলাম; কেউ বুঝলো না, একা মাতাল শুধু তুমুল মাতাল হলো আজ ।