অন্ধকাল ❑ সাম্য রাইয়ানবেরিয়ে আসতে পারো শামুকীখোলস ছেড়ে দেখতে পারোপুরোটা আঁধার—কতোটা জটিলজ্বালানীবিহীন কী নির্মম এই অন্ধকাল!আকাশে মেঘ নেই, তবুপৃথিবীজুড়ে অন্ধকারনিবিড় অন্ধকার! সাম্য রাইয়ান