❑ সাম্য রাইয়ান
এক
বহুদূর মাঠ পেরিয়ে মেয়েটা জ্বলন্ত
মোমবাতি হয়ে যায়। আমার মাথায়
যতো স্তুপকৃত উদ্ভট চিন্তারাশির ফেনা
বুদবুদ হয়ে ভেসে থাকে সোনালী
জলের ভেতর। উজ্জল লহমার মতো
অস্পষ্ট কথাবাগান পড়ে থাকে;
দেবদারু হয়ে যায়।
গোলাপী গহ্বর থেকে বেরিয়ে আসা
শিমফুলগুলো হৃৎপিণ্ডে ঝর্ণার মতো বয়ে যায়।
দুই
কোমরে গুঁজেছ ফুল, সে-ই তো সুন্দর
ধারালো সুঁইয়ের আড়ালে বুঝি প্রাসঙ্গিক
মহিনীর নির্জলা হাসি! অমরাবতী কাবিনের
কাটা তার হয়ে ওই বিঁধেছে বাতাশে শূন্যে।
ঘোলারঙ জলজ প্রসঙ্গে উথলিয়ে আসে
দ্বি মতো ব্যাসার্ধে। নবীণ কিশোরের কাছে
জমা রাখা বিস্কুটের বহর তো কবিতা বানিয়ে
নিচ্ছে! বাদামি কোলাজে ভর্তি হচ্ছে গ্রাম।