দৃশ্যের মিউজিয়াম

❑ সাম্য রাইয়ান

জীবনকে মনে হয় ছায়াশীতল মিউজিয়াম।
তুমি কি ধ্বংশমতো কারাগারের রক্ষী?
একদিন শাশ্বত হয়ে যেতে পারে
সবকিছু, অযাচিত ভোররাত; ফুটন্ত আগুন।
তীব্র কবিতার মতো নিশাচর পতিতাদের
হাস্যজ্জল কথাবার্তা; এ ওর গায়ে ঢলে
পড়া ঝিনুকের কণা, মিউজিয়ামে জমা
হয় এইসব অগুনতি দৃশ্য।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *