❑ সাম্য রাইয়ান
দূর থেকে দূরে হারালো যে প্রাণময়,
আমি তাকে... তার সমূহ হৃদয়ে ভ্রমণ করেছি।
দূর থেকে দূরে হারালো যে প্রাণময়,
আমি তাকে... তার সমূহ হৃদয়ে ভ্রমণ করেছি।
মুখভর্তি নীলাভ কেরোসিন নিয়ে হুইসেল বাজাচ্ছে অন্ধবালক। আমি হারাচ্ছি মেঘ থেকে মেঘে; মন থেকে মনে। উড়ে বেড়াচ্ছি একটার পর একটা মেঘের খণ্ডকে আড়াল করে। ভেঙে যাওয়া চাঁদটাকে জোড়া লাগাচ্ছি বারবার। কেউ বিশ্বাস করছে না!
পকেটভর্তি অবিশ্বাস নিয়ে একে একে একা হলাম দু’জনে। অনন্ত পৃষ্ঠাগুলো গভীর এবং উগ্র হলুদে ভরিয়ে ফেললাম; জীবন একটা তুচ্ছ কবিতা হয়ে ছাপা রইলো বইয়ের পাতায়।