অন্ধ কুস্তিগীর

❑ সাম্য রাইয়ান

এই দুনিয়া আমাকে মেরে ফেল, তীরন্দাজ; তোমার জীবন ঢুরি না আমি; খতম করো এইবার।

নির্লজ্জ আকাশের পাশে বসে তোমার কাছে গোপন-গুচ্ছ চাওয়া পূরণ করো হে। ব্রীজ ভেসে যায়, ঘন বৃষ্টির নীলে। মধ্যরাতের ভ্রম থেকে সযত্নে স্নিগ্ধ আবেগ তুলে রাখি শূন্যালোকে। পুরোনো আয়না দেখে গাছেরও আনন্দ হচ্ছে খুব। বেহায়া উৎসবের বেলা, ওড়ে প্রজাপতি, তোমার চোখ দেখে মরে অন্ধ কুস্তিগীর। সকল গান থেকে খসে যাওয়া সুর শুধু পড়ে থাকে, অবসন্ন জলে কিছু ঢেউ খেলে যায়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *