নিঃসঙ্গ

❑ সাম্য রাইয়ান

নিঃসঙ্গ জলপাইক্ষেতে শুয়ে আছে নিস্তরঙ্গ শৃগাল
দূরান্তে বাতিঘর কেঁপে ওঠে জীবন্ত কম্পনে
মিশে যাওয়া নীল থেকে ভেসে আসে সবুজের গান।
আগুনের কাছে জমেছে অগুণতি ক্রোধের বসন্ত
প্রমিতমেজাজি হলে বিরোধমুখর
অসমাপ্ত বুনন ছেড়ে তীরের কাছে
চলে যাবে অপ্রাসঙ্গিক প্রাণীদল।
শিউলী ফুলের মতো উবে যাবে অস্ফুট
স্বরের মানুষ; প্রশ্নহীন ভুল বানানে
রচিত হবে রচিত হবে একেকটি রাত।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *