❑ সাম্য রাইয়ান
রাতের কফিন থেকে বের করা সকল শব্দ তোমার হেফাজতে রেখে ভার মুক্ত হলাম।
চুম্বনে-চতুর-অভিশাপ ভেবে দিন গুজরান করেছি ভাবতেই গর্ব এসে ভর করে মনে। দুর্গন্ধময় হৃদয়গুচ্ছ বহন করতে করতেই আমরা পৌঁছবো নবনীতা জলে; স্নান হবে মেঘেদের যতো কারুকাজ খচিত শিল্পকর্মে। এ আমার ভাবনারেখা, একান্ত আমারই নিবিড় আপনজন। সিঁদুর মিশিয়ে শরীরে, আমি বুঝি পার করলাম জীবনের এতোগুলো আকাশ।
আমার মূর্খতার জন্য আমার নাভিমূল দায়ী। একদা হাতের ’পরে হাত রেখে আমি একের অধিক শব্দে নিজেকে হত্যাচেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম।