❑ সাম্য রাইয়ান
ভূপুজারী স্বামীর দিকে তাকিয়ে কেটে গ্যাছে কতো কান্নাক্লান্ত নিদ্রাহীন রাত।
এসবই পুরনো পোশাক, সাজিয়ে রেখেছি নতুনের ছলে
আলমিরা ভরে যায় পোশাকে পোশাকে শুধু, আবরণে
পোশাক মানে আবরণ, লুকিয়ে রাখার, লুকিয়ে থাকার
আমি পোশাক চাই না
আমার প্রকৃত শরীরে ঘৃণাস্বরে তাকিয়ে স্মৃতিচিহ্ন এঁকে দিও মন
তবু আমি পোশাক চাই না, পোশাক হলো মিথ্যার আবরণ