সাম্য রাইয়ান
। ১ ।
‘সহজ’ বা ‘কঠিন’ শব্দ বলে কিছু নাই। আছে শুধুই ‘পরিচিত’ আর ‘অপরিচিত’ শব্দ।
। ২ ।
আমি যখন হতাশ হই, চোখ দুটো অন্ধ হয়ে যায়!
। ৩ ।
কর্পোরেট পুরস্কার না পেলে জীবৎকালে কবিতার বই বিক্রি হয় না। ভাস্কর চক্রবর্তী এই দেশে থাকলে অন্তত প্রথমা হলেও তাকে একটা পুরস্কার পেতেই হতো।
। ৪ ।
এই দেশে কবি হতে হলে কোনও না কোনও প্রতিষ্ঠানের কাছে নিজেকে সঁপে দিতেই হবে। তা সে সংবাদপত্র হোক কিংবা সাহিত্যপত্র।
। ৫ ।
ওই চতুর লোকটি যদি কাউকে কবি বানাতে পারতো, তাহলে সবার আগে সে নিজেই কবি হতো।
। ৬ ।
একবিংশ শতাব্দীতেও বাঙালির প্রিয় খাদ্য গুজব৷ আপনি বাঙালিকে একটি গুজব দিন, সে সেটিকে দিকে দিকে ছড়িয়ে দেবে।
গুজব ‘ছড়িয়ে দেয়াকে’ বাঙালি পরম দায়িত্ব মনে করে!
৷ ৭ ৷
প্রকৃত কবি ছাড়া পৃথিবীতে কোনও সংখ্যালঘু নাই।
৷ ৮ ৷
অন্যায়কে মোকাবিলা করতে হবে ‘ন্যায়’ দিয়ে৷ অন্যায় দিয়ে অন্যায়ের মোকাবিলা সম্ভব নয়৷
৷ ৯ ৷
যুদ্ধের পর পরাজিত শক্তিকে মোকাবিলা করাটা বিরাট চ্যালেঞ্জ৷ তা হোক একাত্তরে কিংবা চব্বিশে৷
৷ ১০ ৷
হাজার বছর ধরে নিজেদের ‘শ্রেষ্ঠ’ দাবি করেও ‘শ্রেষ্ঠ’ হতে না পারাটা মানব-ইতিহাসে শ্রেষ্ঠ ব্যর্থতা৷