যার বিপ্লব তাকেই করতে হয়


যার বিপ্লব তাকেই করতে হয়৷ যোগীকেই যোগীর ভূমিকায় থাকতে হয়, অন্যরা যোগী নয়, সহযোগী৷ কিন্তু সহযোগীকে যদি যোগীর পাট দেয়া হয়, তাহলে কেমন হবে? যোগীর বিপ্লব শতবর্ষ পিছিয়ে যাবে, গাড্ডায়ও পতিত হতে পারে৷ আমার এলাকায় একটা রাজনৈতিক দল দেখতাম, লোক মোটে নয়জন, একেকদিন একেক সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করতো৷ কোনোদিন শ্রমিক সাজতো, কোনোদিন কৃষক, কোনোদিন রিকশাঅলা, কোনোদিন ছাত্র, কোনোদিন শিশু-কিশোর এরকম আরো কত কী! মানে যখন যা দরকার আরকি৷ এভাবে তারা অভিনয় শিল্পে দক্ষতা অর্জন করেছিলো৷ বাচিক শিল্পী হিসেবে নাম করেছিলো৷

বাঙলাদেশের নানা ক্ষেত্রেই এই প্র্যাকটিসটা দেখা যায়৷ যার বিপ্লব সে নিজে তা না করে অন্যকে দিয়ে করাতে চায়৷ যখন তা পারা যায় না, মানে উদ্দেশ্য সফল হয় না, তখনই ঝামেলাটা শুরু হয়৷
[ডায়েরী থেকে]
 
সাম্য রাইয়ান | কুড়িগ্রাম, বাংলাদেশ