পকেটভর্তি টাকা আর মগজভর্তি অশিক্ষা-লালসা

পকেটভর্তি টাকা আর মগজভর্তি অশিক্ষা-লালসা হলে কী কী হতে পারে তা আমরা বাঙলাদেশের পুঁজিপতিদের দিকে তাকালেই বুঝতে পারি৷ এরা শুধু টাকা বানানো বোঝে৷ যে কোনো মূল্যে, যে কোনকিছুর বিনিময়ে টাকা বানাতে হবে৷ ফলে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ এদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে, আর রেস্টুরেন্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ উদ্যানের গাছ কেটে সাবার করে ফেলতেছে সাতটা রেস্টুরেন্ট বানিয়ে টাকা কামানোর ধান্দায়! এরা হলো সেই বুর্জোয়া, যারা বাঙলাদেশকে জাহান্নাম বানিয়ে মালেশিয়া/অস্ট্রেলিয়ায় সেকেণ্ড হোম বানায়, অসুস্থ হলে সিঙ্গাপুর দৌঁড়ায়৷

৪ মে ২০২১
 
সাম্য রাইয়ান | কুড়িগ্রাম, বাংলাদেশ